Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ওএমএস

খাদ্য অধিদপ্তরের নিদেশনা মোতাবেক রংপুর বিভাগের ৮টি জেলায় ওএমএস কর্মসূচির আওতায় চাল ও আটা বিক্রয় চলমান রয়েছে। প্রতি কেজি চালের বিক্রয়মূল্য ৩০/- এবং আটার বিক্রয়মূল্য .১৮/-। 

 

ওএমএস (আটা)

রংপুর বিভাগের তালিকাভূক্ত ৪০টি ফ্লাওয়ার মিলকে খাদ্য অধিদপ্তর হতে জেলার চাহিদানুযায়ী গম বরাদ্দ প্রদান করা হয়। প্রাপ্ত গম পেষাই করে নিয়োগকৃত ৫২জন ডিলারের মাধ্যমে আটা বিক্রয় করা হয়। প্রতি ডিলার দৈনিক ১ মেঃটন করে আটা বিক্রয় করে থাকেন। নিয়োগকৃত ডিলারগণ রংপুর মহানগরে ১৫টি বিক্রয়কেন্দ্রে আটা বিক্রয় করে থাকেন।

 

ওএমএস (চাল)

মহানগর/জেলা শহরে নিয়োগকৃত ৫২জন ডিলার ৫২ টি বিক্রয়কেন্দ্রে চাল করে থাকেন। নিয়োগকৃত ডিলারগণ রংপুর মহানগরে ১৫টি বিক্রয়কেন্দ্রে চাল বিক্রয় করে থাকেন।