রংপুর বিভাগের ০৮(আট) জেলায় দরিদ্র জনসংখ্যার ভিত্তিতে হতদরিদ্র ৮৪৮৯০৩ জন ভোক্তা নিবাচন করে ভোক্তাপ্রতি ১০/- মূল্যে প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণ করা হয়। এখাতে রংপুর বিভাগে মাসে ২৫৪৬৭ মেঃটন চাল বিতরণ হয়ে থাকে। খাদ্যবান্ধব কমসূচিতে বছরের মাচ, এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে অথাৎ বছরের ০৫(পাঁচ) মাসে এ চাল বিলি-বিতরণ করা হয়ে থাকে। এ কাযক্রমে রংপুর বিভাগে ১৫৫৮ জন ডিলার নিয়োজিত রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস